|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
অবশেষে ৫ দিন পর আগে এলসি করা পেঁয়াজ ছাড় করতে শুরু করেছে ভারত। শনিবার বেলা ১১টায় সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এসব পেঁয়াজের মধ্যে ২১৩ মে. টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। সোনামসজিদ শুল্ক ষ্টেশনের সহকারি কাষ্টমস কমিশনার সাইফুর রহমান জানান, বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ সময় ৮টি ট্রাকে ২১৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি তৌফিুকর রহমান জানান, ১৪ই সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে আটকে পড়া পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার সেই আটকে পড়া ২১৩ মেট্রিক টন পেঁয়াজই মূলত বাংলাদেশে ঢুকেছে।
তবে ব্যবসায়ীদের দাবি, বেশ কয়েকদিন ট্রাকবোঝাই পড়ে থাকায় এসব পেঁয়াজের বেশীর ভাগই পচে গেছে। এতে তারা আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান,‘ আমদানি করা পেঁয়াজের অধিকাংশই পচে নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তিনি আরও জানান, ভারতের ওপারে মেহেদীপুর স্থলবন্দরে আটকে পড়া পেয়াজের গাড়িগুলো পরবর্তী এলসিতে আসার অপেক্ষায় আছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বেশিরভাগ গাড়িই আবার ফিরে যাচ্ছে।
এদিকে, বন্দরে পেঁয়াজের গাড়ী প্রবেশের খবরে স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে দাম। শনিবার ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
তবে ওপারে কতসংখ্যক পেঁয়াজবোঝাই গাড়ি আটকা পড়েছে এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট কেউই সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি রোববার পেঁয়াজ আমদানি হবে কিনা সে বিষয়টিও নিশ্চিত করতে পারেনি।