|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় খোকা চন্দ্র সরকার (১০৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের মকিমপুর ঈদগাঁ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা পৌর সদরের মকিমপুর গ্রামের মৃত বইকণ্ঠনাথ সরকারের ছেলে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুই আরোহী আক্কেলপুর পৌরসভা বিহারপুরের বাসিন্দা আল-আমিন (২৫) ও দুলাল হোসেন (৪৩) আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, নিহত খোকা মাঠের ফসল দেখে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে খোকা ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোকাকে মৃত ঘোষণা করেন এবং আহতরা হাসপাতলে ভর্তি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল লতিফ খান জানান, নিহত খোকার লাশ তাঁর পরিবার ময়না তদন্ত ও মামলা করবে না মর্মে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।