সিরাজগঞ্জে করোনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ।।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    

নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জেলার রায়গঞ্জ উপজেলার বম্রগাছা ইউনিয়নের বাড়োইভাগ গ্রামের বাসিন্দা এবং ভূমি অফিসের অবসরপ্রাপ্ত নাজির ছিলেন।     

নিহতের ছেলে ফয়সাল আহমেদ জানান,শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তার বাবাকে ৭/৮ দিন আগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তির পর পরীক্ষা করে তার নিউমোনিয়া হয়েছে বলে জানানো হয়।

এ অবস্থায় তার বাবার অবস্থা খারাপের দিকে গেলে ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়ার পর সেখানে করোনা ভাইরাস পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ফয়সাল আহমেদ আরও জানান, মঙ্গলবার সকালে তার বাবাকে স্থানীয় সামাজিক সংগঠন “ইফার” সদস্যদের মাধ্যমে গোসল করানোর পর উপজেলা প্রশাসনের উদ্যেগে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন