|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে ১৮জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দেওয়ানপাড়া, মেথরপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, চলমান মাদকবিরোধী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১৮জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।