|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
পুলিশি সেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জের ৪৫টি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্প্রতিবার ২৭ আগস্ট দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে সুধী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।
পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, দূর্নীতি, ঘুষ, মাদক, বোমাবাজি ও সমাজে থাকা জামায়াত শিবিরকে দূর করা বিট পুলিশিং এর কাজ। আর সমাজের উন্নয়নে বাধা প্রদানকারী ও বোমাবাজি রগকাটা জামায়াত শিবিরকে সমাজ থেকে দূর করার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশি সেবা পেতে কোন ধরনের টাকা প্রদান করা যাবে না। আর যদি কোন পুলিশ সদস্য সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেন, তাহলে যেকোন মাধ্যমে জানালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আর কোন পুলিশ সদস্যের টাকা বা ঘুষ নেয়ার প্রমাণ হয় তাহলে এই জেলা তার থাকা হবে না।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, রানীহাটি ইউপি চেয়ারম্যান মহসিন আলী, বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আমির সোহেলসহ স্থানীয় প্রতিনিধিরা।