|| সারাবেলা প্রতিনিধি, বেলকুচি ||

করোনায় সংক্রমিত হয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) সংসদীয় আসনের সদস্য আবদুল মমিন মন্ডল। দেশের অন্যতম গার্মেন্টস প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মন্ডল জানিয়েছেন, তার উপসর্গ নেই। তারপরও তিনি চিকিৎসকের পরামর্শমত চিকিৎসা নিচ্ছেন। রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
সোমবার নিজের তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করে নিজের সুস্থতার জন্য দোওয়া চেয়েছেন তিনি। এ ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন জানান, হঠাৎ তিনি করোনার নমুনা পরীক্ষা করালে পজিটিভ আসে। এরপর থেকেই তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।