আক্কেলপুরে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ছবির কথা, জীবনের কথা তুলে ধরতেই আক্কেলপুরে প্রথম বারের মতো স্থানীয় জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ (জেপিজি) এর আয়োজনে দুই দিন ব্যাপী পজেটিভ বাংলাদেশ জেপিজি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, আক্কেলপুর(জয়পুরহাট) ||

ছবির কথা, জীবনের কথা তুলে ধরতেই আক্কেলপুরে প্রথম বারের মতো স্থানীয় জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ (জেপিজি) এর আয়োজনে দুই দিন ব্যাপী পজেটিভ বাংলাদেশ জেপিজি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে সারা দেশের ১১৮ জন আলোকচিত্রীর ১২৫ টি ছবি স্থান পেয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌল শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তিন তলায় জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ (জেপিজি) এর আয়োজনে দুই দিন ব্যাপী পজেটিভ বাংলাদেশ জেপিজি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপের প্রতিষ্ঠাতা আসাফ-উদ-দৌলা। পরে জেলা প্রশাসক শরীফুল ইসলাম জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ (জেপিজি) গ্রুপের ৭ম বর্ষ পূর্তিতে কেক কাটেন।

ফটোগ্রাফিক গ্রুপের প্রতিষ্ঠাতা আসাফ-উদ-দৌলা বলেন, ‘এমন আয়োজন নিশ্চয়ই আলোকচিত্রীদের অনেক অনুপ্রাণিত করবে আরো ভালোভাবে এই শিল্প চর্চার জন্য।

তিনি বলেন, তরুণ যুব সমাজ মাদক থেকে দূরে এবং অন্য কিছুতে তাদের অবসর সময় যেন না দেয় সেই লক্ষেই জয়পুরহাটের তরুণদের নিয়ে ২০১৪ সালে জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপের পদযাত্রা শুরু হয়। এই প্লাটফর্ম থেকে স্থানীয় ফটোগ্রাফাররা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ছবির মাধ্যমে তুলে ধরে বিভিন্ন পুরষ্কারসহ সম্মান বয়ে নিয়ে আসছে ’।

 

 

সংবাদ সারাদিন