|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
বছরের প্রথম দিনে ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে সরকারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
শুক্রবার ১লা জানুয়ারি উপজেলার হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু’র ব্যক্তিগত সহকারী সৌমিত্র চক্রবর্তী নিপুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ উপস্থিত থেকে উপজেলার শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মল্লিকবাড়ী পিপিআইজিডি মাদরাসায় বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।