ভালুকায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে

||অনলাইন প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ)||

ভালুকায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টের মত করোনার উপসর্গ নিয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রোববার (২১ জুন) ভোরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি ওই গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

রোববার ২১ জুন ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের জামিদিয়া গ্রামে উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে দুপুরে সেচ্ছাসেবী সংগঠন ত্বাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের জানাযা ও দাফনকাজ সম্পন্ন করেন। নিহত মজিবুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাক্বওয়া ফাউন্ডেশনের জানাযা টিমের সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুর রশীদ,মাও: আশরাফুল আলম হাবিবী ,মাও: আবু সাইদ ,মাও: ইলিয়াস আমিনী ।ত্বাকওয়া ফাউন্ডেশন ভালুকা টিম এই ব্যক্তিকে নিয়ে করোনায় এবং উপসর্গ নিয়ে নিহত ৬ষ্ঠ তম জানাযা সম্পন্ন করলেন।

স্থানীয় ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, নিহত মজিবুর রহমান দীর্ঘ দিন যাবত ডায়াবেটিকসের রোগী ছিলেন। তিনি বেশ কিছু দিন যাবত জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন