জামালপুরে বন্যা: যমুনায় উন্নতি হলেও ব্রহ্মপুত্রে অবনতি

জামালপুরে যমুনার পানি সামান্য কমলেও হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি । এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদরের কমপক্ষে ৫০ গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে ।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

জামালপুরে যমুনার পানি সামান্য কমলেও হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি । এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদরের কমপক্ষে ৫০ গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে ।

জামালপুর-মাদারগঞ্জ সড়কের ১০টি স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হাজরাবাড়ি পৌরসভাসহ অনেক এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে । এক সপ্তাহের বন্যায় জেলার প্রায় ৯ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে । এসব এলাকার বাড়ি-ঘর ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে ইউনিয়নের যোগাযোগ একেবারেই ভেযঙ্গ পড়েছে ।

বন্যা কবলিত এলাকার পানি বন্দি মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন স্কুল, সড়ক বাঁধ ও উচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করলেও এখনও অনেক পরিবার সরকারি ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ বানভাসী মানুষের । বন্যা কবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে।

এদিকে বন্যার পানিতে ডুবে জামালপুর সদর উপজেলার লক্ষীরচরে সাদিয়া নামের এক ১২ বছর বয়সী শিশু ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় সাজু নামে সাত বছরের এক শিশুর মারা যায়।এ নিয়ে জেলায় বন্যার পানিতে ডুবে ‍দুই দফায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন