সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শেরপুরের দুই করোনা রোগী

|| অনলাইন প্রতিনিধি, শেরপুর ||
প্রথমবারের মতো শেরপুরে দুই নারী করোনা রোগী শনাক্তের ১১দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার ১৬ই এপ্রিল দুপুরে তাদের জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ড থেকে এ্যম্বুলেন্সে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, ওই দুই নারী করোনা রোগীর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (খোদেজা বেগম) ও আরেকজন সদরের মধ্যবয়রার গৃহিনী (শাহিনা বেগম)।
গত ৫ই এপ্রিল তারাই প্রথম শেরপুরে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়। ওইদিনই আইইডিসিআরের নির্দেশনামত তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়। পর পর তিনবার নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তাদের সুস্থ্ বলে নিশ্চিত করা হয়েছে।
করনো থেকে সুস্থ্ হওয়া গৃহিনী শাহিনা বেগম বলেন, ‘আমি করোনা রোগী ছিলাম, তাই আমাকে হাসপাতাল থেকে সঠিক চিকিৎসা ও সেবা করছিলো এখন আমি সুস্থ হয়েছি। আমাকে সুস্থ করে তোলার জন্য ডাক্তারদের আমি ধন্যবাদ জানাই।
করনো থেকে সুস্থ্য হওয়া শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম বলেন, ‘১১দিন চিকিৎসা শেষে আমার ছুটি হয়েছে আমি খুব খুশি। এখন আমি সুস্থ্ আছি বলে ডাক্তাররা বলেছে। আপনার আমাদের জন্য দোয়া করবেন। সবাই করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলুন।
শাকিল মুরাদ/সসা/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন