|| সারাবেলা প্রতিনিধি, শেরপুর ||
শেরপুর শহরের নওহাটা এলাকায় আরাফাত তাছিন নামে সাত মাসের এক শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় মা নুরুন্নাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে শেরপুর সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ শিশুকে পানিতে ফেলে হত্যার দায় স্বীকারের পর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই নারী। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, শহরের নওহাটা এলাকার বাসিন্দা ও রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির ৪ ছেলে-মেয়ে। এদের মধ্যে গত সাত মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরাফাত তাসিন জন্ম নেয়। তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ্য ও অস্বাভাবিক আচরণ করতো। তাই শিশু তাহসিনকে লালন পালন করতো তার বড় বোন আফসানা শ্রাবনী।
গেল রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোন এক সময় নুরুন্নাহার তার ছেলে আরাফাত তাহসিনকে নিয়ে হত্যা করে বা হত্যার উদ্দেশ্যে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশ বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।