|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবির এক সদস্য। নিহত ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।
সোমবার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার মধ্য রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হন। নিহত ভারতীয় নাগরিকের নাম ডেভিড মোমিন (৪৬)। তিনি গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।