|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে পুরাতন মাছ বাজার ও কেন্দ্রীয় মসজিদের সামনে আরো দুটি দোকানসহ সরকারী জায়গায় নিয়মনীতির তোয়াক্কা না করে পাকা দোকান ঘর নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান।
পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযানের সময় উপসিস্থত ছিলেন- স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ,সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ ইউনূস আলী মোল্লা, শ্রমিকলীগ নেতা জামাত আলী, হাটবাজার ইজারাদার রেজাউল করিম লাভলু , বাজার বনিক সমিতি সভাপতি গাজীউর রহমান, সাধারণ সম্পাদক হাজী বশরত আলী। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী টিম দেওয়ানগঞ্জ মডেল থানা, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র।
অবৈধ স্থাপনা মালিক ১.নুর হালিম আকন্দ,২.উজির ৩.এমদাদুল ৪.বাছেদ ৫.লুৎফর রহমান ৬. গোলাম মোস্তফাসহ ছোট বড় ১২ টি অবৈধ ঘর বুলড্রোজারের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারী জায়গায় কোনভাবেই পাকা স্থাপনা করা যাবেনা । সকল ব্যবসায়ীকে দোকানের নামে ট্রেড লাইসেন্স করতে হবে। যারা সরকারী জায়গা দখল করে আছে তাদের এটি সর্তক বার্তাস্বরুপ।