সরিষাবাড়ীতে অটোচালকের লাশ উদ্ধার

|| অনলাইন প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর) ||

জামালপুরের সরিষাবাড়ীতে হাফিজুর রহমান নামে এক অটোরিকশা চালকের শ্বাসরুদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

শনিবার ২০ জুন সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর পূর্বপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সুত্র জানায়,  নিহত হাফিজ মিয়া ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাশঁনিয়োগি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। হাফিজ রাতে অটোবাইক নিয়ে বাড়ী থেকে বের হলে সারারাত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজতে থাকেন। পরে সকালে পরিবারের লোকজন জানতে পারে ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রামে পাট ক্ষেতের পাশে হাফিজ মিয়ার মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পায়। এ হত্যা ঘটনার সংবাদ পেয়ে শনিবার সকাল পৌনে ১০ টায় সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা হাসনা বেগম  জানান, রাতে খেয়ে অটোবাইক নিয়ে বের হয়ে বাড়ীতে আর ফিরে নাই। সকালে খবর আসে আমার ছেলেকে হত্যা করে অটোবাইকটি নিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার ওসি তদন্ত জোয়াহের হোসেন খান  জানান, হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন