মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবেঃ তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাগরিক সেবা প্রদানকারী প্রতিটি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাগরিক সেবা প্রদানকারী প্রতিটি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যবহার ছাড়া কোন প্রতিষ্ঠানে সেবা প্রদান করা যাবে না। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সিটি স্ক্যান মেশিনটি চালু হওয়াতে জামালপুর জেলার মানুষ অনেক ভোগান্তি থেকে রক্ষা পেলো। জেলার সব শ্রেণির মানুষ এর সুবিধা ভোগ করবেন।
এই মেশিনে প্রথম সিটি স্ক্যান করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন