|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের মাদারগঞ্জে ৩৩ বছর বয়সী এক বিধবাকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি রতনকে (৪০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১৪ জুলাই ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার কাউজার চর বাধের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রতন কাইজারচর এলাকার মজনু মন্ডলের ছেলে।
পুলিশ সুত্র জানায়, ১০ জুলাই শুক্রবার রাতে উপজেলার কাইজার চর এলাকার ৩৩ বছর বয়সী এক বিধবা নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই বিধবা নারী বাদী হয়ে কাইজারচর এলাকার মজনু মন্ডলের ছেলে রতন মিয়া (৪০) ও চর ফুলজোড় এলাকার মোফাজ্জল হোসেন এর ছেলে দুখু মিয়া (৩৮) কে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার এসআই সুমন চক্রবর্তী জানান, গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি রতনকে গ্রেফতার করে দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।