|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (২৫) ও এখলাছ (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গুণারীতলা ইউনিয়নের আমলিতলা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত আরিফ আমলিতলা গ্রামের বদিউজ্জামানের সন্তান এবং এখলাছ একই গ্রামের ফকির মাহমুদের ছেলে।
নিহত আরিফের পিতা বদিউজ্জামান জানান, আমতলী গ্রামের একটি সেচ পাম্পের সংযোগ বন্যার পানিতে তলিয়ে ছিলো। আরিফ ও আখলাছ বন্যার পানিতে নামার পর সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বন্যার পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।