ভালুকায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

|| অনলাইন প্রতিনিধি,ভালুকা(ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তিন সন্তানের জনক নজরুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১১ বছরের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নজরুল পলাতক রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৩জুন) বিকেলে শিশুটির মা মজিদা বেগম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই শিশুটি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির মা মজিদা বেগম জানান, অভিযোগের পর থেকেই নজরুল ইসলামের লোকজন তাদেরকে নানা ধরণের হুমকি দিচ্ছে।

অভিযুক্ত নজরুল ইসলাম সরকার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী হামিদের মোড় এলাকার মৃত আঃ হামিদ সরকারের ছেলে।

স্থানীয় ও অভিযোগের বিবরণে জানা যায়, ভিকটিমের বাবা স্থানীয় ডেনিশ কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিনই ভিকটিমের মা তার বাবার দুপুরের খাবার নিয়ে যেতেন। ঘটনার দিন মঙ্গলবার (২৩জুন) দুপুরের দিকে ভিকটিমের মা ভিকটিমকে তার বাবার জন্য দুপুরের খাবার দিয়ে পাঠান।

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার সময় নজরুল ভিকটিমকে মজা ও মোবাইল কিনে দিবে বলে মাল্টা বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ভিকটিমের মা তার চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে নজরুলকে হাতে নাতে ধরে ফেলে এ সময় নজরুল কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার (ওসি তদন্ত) খোরশেদ আলম জানান, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন