||অনলাইন প্রতিনিধি ,ভালুকা (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আহাম্মেদ নিলয়। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার ভায়াবহ নামক স্থানে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আহাম্মেদ নিলয় উপজেলা সদরের নিজ বাসায় যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে ব্যাপক মারপিট করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলায় ইউপি সদস্যের মাথা ও নাক ফেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘ইউপি সদস্যকে ময়মনসিংহে রেফার্ড করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মামলা রুজু করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’