|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় এক পাষণ্ড মামার হাতে ভাগ্নী রায়না আক্তার (৫) নামের এক শিশু খুন হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়া ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে । নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিলো। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ধ্যায় রায়নাকে খোঁজাখোজির এক পর্যায়ে মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মেঝেতে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকেই আশাদুল ইসলাম আশু পলাতক রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘বিষয়টা মর্মান্তিক। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে।’