|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ , ICT in Education, Literacy Troubleshooting & Maintenance। রোববার ২৩শে আগস্ট ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আট দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এই প্রশিক্ষণের আর্থিক সহযোগিতা করছে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাস্তবায়ন করছে উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রশিদ। এছাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা খানম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. রায়হান কবির, উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক খসরু মোহাম্মদ রনি, যুগ্ন-সম্পাদক মো. রুহুল আমিন খান,সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোখছেদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুস সাকিব সুমন ও সদস্য তামান্না আশরাফী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।