অনলাইন প্রতিবেদক, ভালুকা (ময়মনসিংহ)
সারা দেশের মত ভালুকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত থাকতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। সেইসঙ্গে মানবিক সংকটে পড়েছে অসহায়,দুস্থ, হিজরা ও গরীব মানুষ। খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহেম্মেদ ধনু।
সরকারী ও নিজ অর্থে উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের কর্মহীন অসহায়, গরীব ও হিজরাদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছেন সাংসদ কাজিম উদ্দিন। এরই অংশ হিসেবে রোববার ৫ই এপ্রিল দুপুরে তিনি মল্লিকবাড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের গরীব মানুষ ও পৌরসভার ৫০ জন তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষকে চাল,ডাল,আলু, খাবার তেল ও সাবান দেন।
খাদ্য সামগ্রী দেওয়ার সময়ে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন,মল্লিকবাড়ী ইনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম আকরাম।
সসা/সাই/নাআ-৪/০৫/২০