||অনলাইন প্রতিনিধি ,ভালুকা(ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় র্যাব-১৪ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করেছে । বুধবার (১০ জুন) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)।
আরও পড়ুনঃ বরিশালে আটক হলো জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য
র্যাব-১৪-এর এএসপি জসিম উদ্দিন জানান, জেলার ভালুকা উপজেলার নলুয়া কুড়ি এলাকায় পরিত্যক্ত টিন শেডে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়। এ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ওই তিনজনকে আটক করে।
সসা/সামিউল/এসএম