বালুভর্তি ড্রামট্রাকের চাপায় গফরগাঁওয়ে দুইজনের মৃত‍্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দুইজনের মৃত‍্যু হয়েছে। মৃতরা হলেন-খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক (৩৩) ও নূর হোসেনের ছেলে মাসুম (১৭)।

|| সারাবেলা প্রতিনিধি,ময়মনসিংহ ||

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দুইজনের মৃত‍্যু হয়েছে। মৃতরা হলেন-খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক (৩৩) ও নূর হোসেনের ছেলে মাসুম (১৭)।

সোমবার  ৭ই জুন  সকালে খুরশিদমহল ব্রীজের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস‍্য মোঃ হযরত আলী জানান, প্রতিদিনের ন‍্যায় চরাঞ্চল থেকে গরুর ঘাস আনতে সোমবার সকালে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল ব্রীজের উপর দিয়ে হেঁটে যাওয়া সময় পিছন দিক থেকে আসা বালুর ভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনেই মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাগলা থানার ওসি মো. রাসেদুজজামান বলেন, মরদেহ উদ্ধার করে পাগলা থানায় নেওয়ার প্রস্ততি চলছে। ঘটনাস্থলের আধা কিলোমিটার দুরে ব্রীজের টোল প্লাজায় সিসি ক্যামেরা আছে । সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি সনাক্তকরনের চেষ্টা চলছে।

সংবাদ সারাদিন