বন্যায় জামালপুরের দশ লাখ মানুষের দূর্ভোগ চরমে

জামালপুরে তিন দফা বন্যায় দীর্ঘ ২৫ দিন যাবৎ চরম দূর্ভোগের শিকার হচ্ছে জেলার প্রায় ১০ লাখ মানুষ । খাদ্য সংকটে রয়েছে লাখো দিনমজুর ও নিম্নআয়ের পরিবার । বানভাসীদের দূর্ভোগ কমাতে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

।।সারাবেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুরে তিন দফা বন্যায় দীর্ঘ ২৫ দিন যাবৎ চরম দূর্ভোগের শিকার হচ্ছে জেলার প্রায় ১০ লাখ মানুষ । খাদ্য সংকটে রয়েছে লাখো দিনমজুর ও নিম্নআয়ের পরিবার । বানভাসীদের দূর্ভোগ কমাতে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা ৩টায় যমুনা নদীর পানি  বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে  বিপদসীমার ৭৯ সেন্টিমিটা উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরীঘাট পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

যমুনা নদীর কমলেও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছে সেখানকার বাসিন্দারা।

পানি বন্দি পরিবারের অভিযোগ করোনার পর ২৫ দিনের বন্যায় তাদের রোজগার বন্ধ থাকায় খাদ্য সংকটে থাকলেও প্রয়োজনীয় সরকারি ত্রাণ সহায়তা পাচ্ছে না তারা ।

তবে বন্যায় সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ্য ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ঈদ উপলক্ষ্যে বানভাসী প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। এছাড়া পানি বন্দি মানুষের জন্য প্রতিদিন রুটি, রান্না করা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে । বন্যার কারনে কেউ অভুক্ত থাকবে না বলে জানান তিনি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, ২৮ জুলাই পর্যন্ত যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে । এতে জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হবে।  তৃতীয় দফার বন্যা গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন