|| অনলাইন প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর) ||
করেনার উপসর্গ নিয়ে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামের নয়ন মিয়া নামের ঢাকা ফেরৎ এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ৩০ মে সকালে বকশীগঞ্জ পৌর এলাকার নিজ বাড়িতে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
মৃত নয়নসহ তার সংস্পর্শে যাওয়া ১০ জনের নমুনা সংগ্রহ, তার বাড়ি লকডাউন এবং আইইডিসিআর এর নিয়মানুযায়ী তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রতাপ কুমার নন্দি জানিয়েছেন, নয়ন মিয়া ঢাকায় শ্রমিকের কাজ করতেন। গত ২৫ মে ঈদের দিন তিনি অসুস্থ্য অবস্থায় বাড়ি আসেন। ২৮ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসা নিতে।পরে তার নমুনা সংগ্রহ করে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামালপুর হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসা নেয়া অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। নয়নের মৃত্যুর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইইডিসিআর এর নিয়মানুযায়ী তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত নয়নের নমুনা রিপোর্ট না আসায় তার বাড়ি লকডাউন করার পাশপাশি তার সংস্পর্শে আসা ১০ ব্যক্তি নমুনা সংগ্রহ করা হয়েছে।
সসা/সোলায়মান/এসএম/এসকে