পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল, করোনার নমুনা পরীক্ষা বন্ধ!

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল হওয়ায় বুধবার থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির বিষয়ে ল্যাবের সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপনকারী প্রকৌশলীরা ল্যাবটি চালু করার জন্য আজ সকাল থেকেই কাজ করছেন বলে জানিয়েছেন ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. এ কে এম মুসা।

ল্যাব সংশিষ্টরা জানিয়েছে, বুধবার সকাল থেকেই পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিষয়টি নিয়ে ল্যাবের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ ও স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হয়।

আরটি-পিসিআর ল্যাব সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ল্যাবের মূল হার্ডওয়্যার যন্ত্রপাতি  তৈরি জার্মানির প্রতিষ্ঠানের প্রকৌশলীদের যোগাযোগের পর আজ সকালে জামালপুরে আসেন। তারা ল্যাবটি সচল করার জন্য কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ ল্যাবটি চালু করা হবে তা এখন বলতে পারছেন না ল্যাব ইনচার্জ প্রফেসর এ কে এম মুছা।

জামালপুরের সিভিল সার্জন ডা:  প্রণয় কান্তি দাস বলেছেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব বন্ধ থাকায় জেলার ৭ উপজেলায় সংগৃহিত ১৫৩টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন