নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

প্রতিবছর বিষয়ভিত্তিক হয়ে আসছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি দলকে একটি করে চ্যালেঞ্জের ওপর আইডিয়া জমা দিতে হয়। এ বছরের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে: Food for good (Transforming food into a vehicle for change).

|| বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, সংবাদ সারাবেলা ||

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হচ্ছে আন্তর্জাতিক “হাল্ট প্রাইজ” প্রতিযোগিতা। তৃতীয়বারের মত অনক্যাম্পাস এই প্রতিযোগিতা অনুষ্ঠানে ইতোমধ্যে একটি ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে।

কমিটির ক্যাম্পাস ডিরেক্টর এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম ইরা জানান, প্রতিবছর বিষয়ভিত্তিক হয়ে আসছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি দলকে একটি করে চ্যালেঞ্জের ওপর আইডিয়া জমা দিতে হয়। এ বছরের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে: Food for good (Transforming food into a vehicle for change).

এবারের প্রোগ্রামের বিষয়ে তিনি জানান, অনলাইনে রেজিষ্ট্রেশন চলবে ২০শে অক্টোবর পর্যন্ত। শুধু বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা টিম গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে প্রতি টিমে ন্যূনতম ৩ জন এবং সর্বোচ্চ ৪ জন থাকতে হবে। ব্যবস্থাপনা কমিটির সাথে জড়িত কোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

তিনি আরো বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই সবার নিরাপত্তার কথা ভেবে সম্পূর্ণ প্রোগ্রামটি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরো প্রতিযোগিতা ৪টি রাউন্ডে বিভক্ত জানিয়ে সানজিদা ইসলাম ইরা বলেন, এগুলো হচ্ছে: অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল প্রোগ্রাম, এক্সেলারেশন প্রোগ্রাম ও গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রাম সারা বিশ্বের ১ হাজার ২০০টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আর জাককানইবি ক্যাম্পাসে ৩টি রাউন্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

উল্লেখ্য, বৈশ্বিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন- হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যা সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ৮ কোটি টাকা)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন