||অনলাইন প্রতিনিধি, দেওয়ানগঞ্জ(জামালপুর)||
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে নদীর পানি হু হু করে বাড়ছে। রোববার রাত ৮ টা পর্যন্ত বাহাদুরাবাদ বিপদ সীমা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যার পরিপ্রেক্ষিতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ,পৌরসভা, চুকাইবাড়ী ও চিকাজানি ইউনিয়নের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। অফিসিয়াল কার্যক্রম ব্যহত হওয়ায় আগামীকাল থেকে উপজেলা সরকারী গণগ্রন্থাগার থেকে অস্থায়ী ভাবে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
দেওয়ানগঞ্জ রেলস্টেশন, উপজেলা পরিষদ রাস্তায় হাটু পানি উঠেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে- উপজেলা ৮টি ইউনিয়নের নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আখ,পাটসহ অন্যন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা কবলিত মানুষ ,গবাদিপশু ও পরিবারসহ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। রবিবার তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান। এ দিকে জামালপুর পানি উন্ন্য়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন- যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি অস্বাভাবিক বাড়তে থাকায় যমুনা পাড়ের সড়ক বাঁধসহ দেওয়ানগঞ্জ উপজেলায় নদীতীরের বাধ গুলোও সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি যেভাবে বাড়ছে তাতে ব্যাপক বন্যার আশঙ্কা করা হচ্ছে।