|| সারাবেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ত্রিশালে এক ব্যবসায়ীয় গুদামে আগুন লেগে পুড়ে গেছে প্রচুর পরিমান খাদ্যপণ্য। গতকাল ১০ই এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে পৌরশহরের ইসলামিক সেন্টার রোড সংলগ্ন মের্সাস শেখ ফয়েজ এন্টার প্রাইজের খাদ্য ও মুড়ির গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই। এক ব্যক্তি ফোন করে জানান আপনার গুদামে আগুন লেগেছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে দেখি সবশেষ। গুদামে রাখা ১৭ লাখ টাকার মুড়ি ও অন্যান্য খাদ্যপন্য ছিল।
স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সিলর মেহেদী হাসান নাসিম বলেন, আগুনের ঘটনায় ব্যবসায়ী মোশারফ হোসোইন মিলনের ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফার সরকার জানান, গতরাত অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে দেখি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।
ত্রিশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।