জামালপুর-২ আসনের সাংসদ করোনায় আক্রান্ত

||অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এছাড়া জেলায় আরো ৫৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।

জামালপুরের সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জানান,বুধবারের রিপোর্টে জেলায় নতুন করে আরও ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল আছেন। তিনি ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের শরীরের করোনা পজেটিভ আসে। সাংসদ ফরিদুল হক খান দুলাল  হোম আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালোই আছে।

জানা যায়- ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিন জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩০৭ জন। এর আগে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান করোনায় আক্রান্ত হন।

সসা/সোলায়মান/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন