||অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের ইসলামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নয়ন আলী নামে একজন মটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া মটরসাইকেল আরোহী মজনু মিয়া আহত হয়েছে। আহত মজনু মিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে।
শনিবার ৪ জুন বিকালে উপজেলার টংগের আগলা এলাকার ঝর্না ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আলী দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দি এলাকার শেখপাড়া গ্রামের কালু গাজীর সন্তান।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে হিমেল আয়শা এন্টারপ্রইজের একটি বাস ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ যাবার পথে উপজেলার টংগের আগলা এলাকায় একটি মটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ
তে ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়ন আলীর। আহত হন মটরসাইকেল আরোহী মজনু মিয়া। পরে স্থানীয়রা বাসটিকে আটক করলেও পালিয়ে যায় বাসটির চালক ও হেলপার। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।