|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। এতে জেলার ৪০ ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। নতুন করে বন্যা কবলিত হওয়ায় পানি বন্দি এসব মানুষ চরম দূর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও নিন্ম আয়ের মানুষরা। তাদের অভিযোগ গত ৩ দিন ধরে নতুন করে বন্যা কবলিত হলেও এখন পর্যন্ত কোন ত্রান পায়নি তারা। তবে জেলা প্রশাসক এনামুল হক বলেছেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বানভাসী মানুষের মাঝে পযায়ক্রমে ত্রাণ সহায়তা দেয়া হবে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছে, সোমবার দুপুর ৩টায় যমুনার পানি বাহাদুরবাদঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিকের অতিরিক্ত মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আগামী দুই সপ্তাহ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় যমুনা ও ব্রহ্মপুত্রের অববাহিকার চরাঞ্চল ও নিন্মাঞ্চলের মানুষরা সব চেয়ে বেশী বিপাকে পড়েছে। এসব এলাকার মানুষরা গাবাদি পশু ও নিজেদের আশ্রয়ের জন্য বেছে নিয়েছে উচু জায়গা, ব্রীজ ও বিভিন্ন স্কুল। বন্যা কবলিত এলাকায় সব চেয়ে বেশী বিপাকে রয়েছে দিনমজুর ও নিন্ম আয়ের পরিবারগুলো।
তবে জেলা প্রশাসক মো: এনামুল হক জানিয়েছেন, পর্যাপ্ত ত্রান মজুদ রয়েছে। বানভাসী মানুষেরমাঝে পর্যায়ক্রমে ত্রান সহায়তা দেয়া হবে।