। । সারাবেলা প্রতিনিধি, জামালপুর ।।
জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহত হয়েছে। নিহত ভটভটি চালক মাহফিজুল ইসলাম (২৫) দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর এলাকার বাসিন্দা।
রবিবার ১৬ আগস্ট সকালে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ঝিনাই ব্রীজে প্রবেশকালে এই দূর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, সকালে কুড়িগ্রামের রাজিবপুর থেকে আসা পাট বোঝাই একটি ভটভটি ঝিনাই ব্রীজে প্রবেশকালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। ট্রাকের ধাক্কায় ভটভটিটি উল্টে গেলে ভটভটির চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মাহফিজুলের।
পরে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। তবে মাহফিজুল ইসলামের পিতার নাম এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।