||সারাবেলা প্রতিনিধি, জামালপুর||
জামালপুরে কৃষক মমিনকে হত্যার মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় জামালপুর জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে জামালপুর সদরের কুমারগাতি এলাকার রইচ উদ্দিনের বড় ছেলে মমিনের সাথে তার চাচা আনছার আলী প্রামানিকের ঝগড়া বাধে।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
ঝগড়ার এক পর্যায়ে আনছার আলী মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুইদিন পর মৃত্যু হয় মমিনের । এঘটনায় নিহতের বাবা রইচ উদ্দিন বাদি হয়ে আনছার আলী প্রামানিকসহ ৬ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামী আনসার আলীকে মৃত্যৃদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং অপর ৫ আসামী কলম প্রামানিক, শাহীন, সাইদুল, শাইবানু শাবনাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। মামলার সকল আসামী পলাতক রয়েছে।