|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরে যমুনার পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে যমুনার পানি বিপদসীমার এখনও ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মানুষ পানি বন্দি বাড়ি-ঘর রাস্তায় পানি থাকায় মানুষের দূর্ভোগ বাড়ছে।
বন্যা আশ্রয় কেন্দ্র, ব্রীজ ও উচু রাস্তায় অবস্থানকারী বানভাসী মানুষ বিশুদ্ধ খাবার পানি,গো-খাদ্যের সংকটসহ নানা দূর্ভোগের শিকার হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বানভাসী এসব পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, আগামী দুই/তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে।