জাতির পিতার জন্মদিন পালন করলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্ম নিয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

কেক কেটে, আলোচনা করে আর প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসময়ে কর্পোরেশেনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্ম নিয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আর স্বাধীন হয়েছি বলেই মুক্ত পরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারছি। আজ আমরা গর্ব করে বলতে পারছি আমরা উন্নয়নশীল দেশের নাগরিক।

বুধবার ১৭ই মার্চ বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই আয়োজনে মেয়র উপস্থিত সবার উদ্দেশ্যে আহবান রেখে বলেন, যাঁরা দেশের জন্য কাজ করেছেন এবং করছেন, তাঁদের প্রতি  বিশ্বাস ও আস্থা রাখি। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সত্যের পথকে আঁকড়ে ধরে উন্নয়নকে ত্বরান্বিত করি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মো মাহবুবর রহমান, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কণ এবং ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কার দেয়া হয়।

সংবাদ সারাদিন