|| সারাবেলা প্রতিনিধি, শেরপুর ||
চাকুরি স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল জোনের দেড় শতাধিক মিটার পাঠক অংশ নেন। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ জোনের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিঠুন, শেরপুর জেলা শাখার সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক এরশাদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ৫-৩০ বছর ধরে তারা সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা মাত্র ৬-১০ হাজার টাকা বেতনে। অথচ পল্লী বিদ্যুৎ সমিতির একই পদে কর্মচারীদেরকে মাসে ২৫-৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়।
বাড়ি বাড়ি ঘুরে পিচরেইট মিটারপাঠকরা সিস্টেম লেস হ্রাস ও রাজস্ব আদায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা। এরপরও আরা অবহেলিত। আমরা যোগ্যতা অনুযায়ী যেকোন পদে নিয়োগ বা একই পদে স্থায়ী নিয়োগের জোর দাবি জানান।