|| সারাবেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ) ||
এমবিবিএস পড়বার সুযোগ অর্জন করেছে ত্রিশালের দরিরামপুরের মেহেদী হাসান পিয়াল। সে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করেছে। পিয়ালের বাবা দরিরামপুর বাজারের সামান্য পান দোকানদার। হতদরিদ্র বাবা আব্দুল কাদের কাজল ও মিনারা বেগমের সন্তান এখন দারিদ্র জয়ের এক উজ্জল দৃষ্টান্ত।
ত্রিশালের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শুকতারা বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে পিয়াল । মেধা তালিকাতে ৩০তম হওয়ায় তার জন্য নির্ধারিত কলেজ পড়েছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
বিষয়টির সত্যতা জানিয়ে শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন আকন্দ বলেন, পিয়াল ছোট বেলা থেকেই মেধাবী। সে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। পিয়ালের বাবা বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রিশালবাসীর দোয়া ও শিক্ষকদের কঠোর পরিশ্রমে আমাদের সন্তান ভাল ফলাফল করতে পেরেছে এজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞা।
শুকতারা বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক বলেন, পিয়াল খুবই পরিশ্রমী ছেলে। আমি খুবই গর্ববোধ করছি ও দেশবাসীর কাছে দোয়া চাইছি ওর জন্য।
এই সময় আরও উপস্থিত ছিলেন শুকতারা বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক শহিদুল রহমান, লুৎফর রহমান রতন, তাজউদ্দিন আহমেদ, সিদ্ধিকুর রহমান, সদ্য শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়া হামিদুল রহমান শাউন। পরে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ান পিয়ালের বাবা।