এবার অসহায় ভাড়াটিয়ার ঘর ভাড়া পরিশোধ করলেন ওসি

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) :

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ২১ এপ্রিল(মঙ্গলবার) রাত ৮টার সময় লকডাউনে নিয়মিত টহলে বের হন। তিনি সেই সময় ভালুকা পৌর এলাকায় ৩নং ওয়ার্ডের খাঁনবাড়ীর মোড়ে রাস্তারর ধারে বসে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখেন। সাথে ছিলো বৃদ্ধার ছেলে ,ছেলের বউ ও দুই শিশু সন্তান। গাড়ী থেকে নেমে তাদের কান্নার কারণ জানতে চেয়ে এক হ্নদয় বিদারক কথা শুনেন। বাড়ি ভাড়ার জন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা। সাথে তাদের থাকার ঘরে তালা দিয়েছে । এত রাতে সে কোথায় যাবে?

লকডাউনের জন্য সব বন্ধ। কোন কাজ কর্ম নেই। বৃদ্ধার বাড়ী নেত্রকোনা জেলায়। তারা ভালুকা থেকে অটো রিকসা চালাতো। বর্তমানে সবই বন্ধ । ঘরে খাবার নাই। কিভাবে পরিশোধ করবে বাড়ি ভাড়া। রাস্তার ধারেই বাড়িওয়ালা আজিজুল হকের বাড়ি। তাকে ডেকে এনে ওসি জানতে চাইলেন,কত টাকা বাড়ি ভাড়া বাবদ পান? বাড়িওয়ালা বললেন দুই হাজার টাকা। সাথে সাথে ওসি মাইনউদ্দিন নিজ পকেট থেকে দুই হাজার টাকা পরিশোধ করে দিয়ে বৃদ্ধাকে বাড়ি নিয়ে  ঘরের তালা খুলে তাদের ঘরে রেখে চলে আসেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এবং বাহবা পাওয়ার জন্য এই কাজ করি নাই। মানবিক দিক বিবেচনা করেই একটি অসহায় পরিবারকে সাহায্য করতে পেরে অনেক তৃপ্তি পাচ্ছি।তাদেরকে বলা হয়েছে, কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে।

সামিউল ইসলাম/সসা/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন