|| সারাবেলা প্রতিনিধি, দেওয়ানগঞ্জ ||
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল সোমবার রাতে দেওয়ানগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন শহীদ হাসেম সড়কে দূবৃত্তরা রাম দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
জানা যায় রাতে পৌর শহরের বাজার থেকে মটরসাইকেল চালিয়ে বাড়ী যাওয়ার সময় দূবৃত্তরা এ হামলা করে। হামলার সময় রাখাল মটরসাইকেল চালিয়েই বাড়ীতে যায়। অতঃপর বাড়ীর লোকজন মূমুর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়।চিকিৎকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আহতের বড় ভাই দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান- পূর্ব রাজনীতির শত্রুতার কারনে এ হামলা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, পূর্ব পরিকল্পিত এ হামলা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি। ঘটনাস্থল থেকে বড় একটি রাম দা উদ্ধার করা হয়েছে।