মহম্মদপুরে শেখ হাসিনা সেতু উদ্বোধন

মাগুরার জেলার মহম্মদপুর উপজেলাতে মধুমতি নদীর উপর নির্মিত হয়েছে শেখ হাসিনা সেতু।

|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||

মাগুরার জেলার মহম্মদপুর উপজেলাতে মধুমতি নদীর উপর নির্মিত হয়েছে শেখ হাসিনা সেতু।

রোববার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সেতুটি উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।

এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ান,মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, দুইটি অ্যাবাটমেন্ট ও ১৫টি স্প্যান রয়েছে।সেতুটি নির্মাণ করতে ব্যয় ছিল ৬৩ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, রোববার শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সেতু সংলগ্নে নদীর পাড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এলাকার মানুষের বিনোদনের জন্য।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন