ভেড়ামারায় গ্রাম পুলিশদের মাঝে পিপিই বিতরণ

|| অনলাইন প্রতিনিধি, (ভেড়ামারা) কুষ্টিয়া ||
দেশে মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মূহুর্তে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নের ৬০জন গ্রাম পুলিশকে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়।

সোমবার ১৮ মে সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সৌজন্যে উপজেলার ৬ ইউনিয়নের ৬০জন গ্রাম পুলিশের সদস্যেদের মাঝে (পিপিই) প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, মোকারিমপুর ইউপি চেয়ারম্যানআব্দুন সামাদ, বাহিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক প্রমুখ।
করোনা দুর্যোগকালীন গুরুত্ব ও প্রয়োজন বিবেচনায় গ্রাম পুলিশকে গ্লাভস, ক্যাপ,ব্যক্তিগত সুরক্ষা পোষাক প্রদান করা হয়। লাশ দাফনসহ  কোয়ারান্টাইন, লক ডাউন বাস্তবায়নে গ্রাম পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ।

সসা/এসআই/এসএম/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন