বাড়ি ফিরতে না দেওয়ায় বিক্ষুব্ধ রামপাল বিদ্যুতকেন্দ্রের ভারতীয় শ্রমিকরা

|| অনলাইন প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

করোনাদুর্যোগে বাড়ি ফেরাসহ নানানো দাবীতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের ভারতীয় শ্রমিকরা। সোমবার ৪ঠা মে সকাল সাড়ে ১১টার দিকে তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা বিভিন্ন দাবীতে বিক্ষুব্ধ হয়ে ওঠে।

দুপুর নাগাদ শ্রমিকরা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকর্মীদের বাধা না মেনে বাইরের রাস্তায় অবস্থান নেয়। পরিস্থিতির অবনতি হতে থাকলে বিষয়টি জেলা প্রশাসনকে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে বিকেল নাগাদ বাগেরহাট জেলা প্রশাসন ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা গিয়ে তাদের বুঝিয়ে কাজে ফেরত পাঠান ৷

সহকারি পুলিশ সুপার (রামপাল-মংলা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, জেলা প্রশাসক মো. মানুনুর রশীদ এবং পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের কাজে ফেরত পাঠিয়েছেন৷ তিনি বলেন, ‘দ্রুতই ঠিকাদার ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবী-দাওয়ার বিষয় নিস্পত্তি করা হবে৷’

বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা জানান, রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে কয়েকটি নির্মান প্রতিষ্ঠান শ্রমিকদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে৷ এখন ওইসব প্রতিষ্ঠান চুক্তির অনেক শর্তই মানছে না। এছাড়া এই করোনা পরিস্থিতিতেও তাদের বাড়িতেও যেতে দেয়া হচ্ছে না ৷ এসব দাবী নিয়েই তারা বিক্ষোভ করছেন ৷

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তাপবিদ্যুত কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইলে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন