বাগেরহাটে ছাত্রী ধর্ষণে গ্রেফতার মাদ্রাসাছাত্র

বুধবার সকালে শরণখোলা থানায় মামলা হলে পুলিশ প্রধান অভিযুক্ত মাদ্রাসাছাত্র সবুজ শেখকে গ্রেফতার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলছে।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেরহাটের শরণখোলায় দীর্ঘদিন উত্যক্ত করেও বশে আনতে না পেরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এক আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে দুই বন্ধুর সহযোগিতায় তুলে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসাছাত্র সবুজ সেখ।

এঘটনায় বুধবার সকালে শরণখোলা থানায় মামলা হলে পুলিশ প্রধান অভিযুক্ত মাদ্রাসাছাত্র সবুজ শেখকে গ্রেফতার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলছে।

মামলায় বলা হয়,  মেয়েটি তার দাদু বাড়ি (নানা) থেকে লেখাপড়া করছিলো। প্রতিবেশী বগী গ্রামের লিটন শেখের ছেলে সুন্দরবন বগী ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেনীর ছাত্র সবুজ শেখ (১৬) তাকে বিভিন্ন সময় উত্যাক্ত করতো। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মামা বাড়ি থেকে দাদুবাড়ি ফেরার সময় সবুজ শেখ ও তার ২ বন্ধু মিলে মেয়েটিকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষকরা দৌঁড়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার ওসি সাইদুর রহমান বলেন, মেয়েটির মামা মাদ্রাসাছাত্রের নামসহ অজ্ঞাত পরিচয় দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেফতারের পর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ সারাদিন