৩৩৩ ফোন করলে সহায়তা মিলবে রামপালে ক্ষতিগ্রস্তদের 

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

বাগেরহাটের রামপালে টানা বর্ষনে ভেসে গেছে কয়েক কোটি টাকার চিংড়ি ও সাদা মাছের ঘের ৷ সাথে প্রবল বৃষ্টিপাতের কারনে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা ৷ চারদিকে শুধুই থৈ থৈ পানি ৷ অধিকাংশ এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখন পানিতে সয়লাব ৷ সব্জির ক্ষেত পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ কোথাও কোথাও ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে ৷ ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর ৷

রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ  আসাদুল্লাহ জানান, অতি বৃষ্টির কারনে রামপালে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ পানিতে ডুবে ৩৫৪২ টি পুকুরে মোট ৭০ লক্ষ ৮৬ হাজার টাকা, ৩২৩৭ টি ঘেরে মোট ৩ কোটি ৮৪ হাজার টাকা এবং মোট অবকাঠামাে ক্ষতি ৮ লক্ষ ৮০ হাজার টাকা ৷ এ পর্যন্ত প্রাথমিক তথ্যে রামপালে মােট মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার টাকা ৷ ক্ষয় ক্ষতির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা ৷

রামপাল ইউএনও মো. কবীর হোসেন জানান, “আমি ৯টি উপজেলার যে তথ্য জেনেছি তার মধ্যে অতিবর্ষনের কারনে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ রামপাল উপজেলা ৷ এখানের ক্ষয়ক্ষতি নিরূপনে এখনও বিভিন্ন দপ্তর কাজ করছে ৷

দূর্গতদের মধ্যে যদি কেউ খাবারের কষ্টে থাকেন তবে ৩৩৩ নম্বরে ফোন করলে আমরা তাদের খাদ্য সহায়তা পৌছে দিতে পারবো ৷ এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অসাধারণ উদ্যোগ ৷ দূর্গত মানুষের পাশে রামপাল উপজেলা প্রশাসন থাকবে।”

সংবাদ সারাদিন