|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
সারাবেলা প্রতিনিধি, নড়াইল
স্কুলের পুরনো ভবন ভাঙ্গায় অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্কুল কমিটির সাবেক সভাপতির লোকজন। তাদের অভিযোগ, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এবং কদমতলা প্রাথমিক বিদ্যালয়ের দু’টি পুরাতন ভবন ভাঙ্গায় কোন নিয়মনীতি মানা হয়নি। তবে উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ স্কুলসংশ্লিষ্টরা বলছেন, এতে কোন অনিয়ম হয়নি।
স্কুল কমিটির সাবেক সভাপতি বাবুল মোল্যার উদ্যোগে এই মানববন্ধন মঙ্গলবার সকালে পেড়লী ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বাবুল মোল্যা ছাড়াও স্থানীয় বেশ কয়েকজন অংশ নেন।
সাবেক সভাপতি বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের পুরাতন ভবন বর্তমান কমিটি ভেঙ্গে ফেলেছে। বাবুল মোল্যার এই অভিযোগ নাকচ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমজিদ হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, নিয়মানুযায়ী বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলাম ডাকের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়েছে। বিষয়টি শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা জানেন।
এ প্রসঙ্গে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, পেড়লী এবং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টিতে নতুন ভবন নির্মাণের জন্য নীতিমালা অনুযায়ী পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগ ঠিক নয়।