সম্মেলনের এক বছর পর বাগেরহাট আ.লীগের কমিটি ঘোষণা

ঘোষিত কমিটিতে জেলা আ’লীগের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

সম্মেলনের এক বছর পর বাগেরহাট জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ঘোষিত কমিটিতে জেলা আ’লীগের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন।

বৃহষ্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির মৃত্যু হওয়ায় দলের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুকে সভাপতি এবং অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ৭৫ সদস্যের এই কমিটিতে ১১ জন সহ সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০১৯ সালের ৯ ডিসেম্বর বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি ও শেখ কামরুজ্জামান টুকুকে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নব গঠিত কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০১৯ সালের ৯ ডিসেম্বর বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। গেল বছরের জানুয়ারিতে নব গঠিত কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়। সম্মেলনের কিছুদিন পরে ৭৫ জনের নাম দিয়ে কেন্দ্রে একটি তালিকা পাঠানো হয়।

এদিকে বিভিন্নস্তরের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ-সহ শ্রেনীপেশার প্রতিনিধিরা নবঘোষিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

 

সংবাদ সারাদিন