শরণখোলা উপজেলায় জয়ী হলেন আ’লীগ প্রার্থী রায়হান

৮৯ হাজার ৩৩৭ জন ভোটারের মধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের মাধ্যমে ভোটরদের মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি কমিশন সংশ্লিষ্টদের।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

জেলার শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন শান্ত জয়ী হয়েছেন। মঙ্গলবার ২০শে অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৬ হাজার ১৮৮ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তার প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬৭ ভোট। বিএনপি’র প্রার্থী মো. মতিয়ার রহমান খান পেয়েছেন ৬৭৩ ভোট।

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী রায়হান উদ্দিন শান্ত

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ মঙ্গলবার রাত ৮ টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন। রিটার্নিং অফিসার জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ও স্বচ্ছ হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে পূরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশী।

৮৯ হাজার ৩৩৭ জন ভোটারের মধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের মাধ্যমে ভোটরদের মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি কমিশন সংশ্লিষ্টদের।

বিজয়ী প্রার্থী রায়হান উদ্দিন শান্ত শান্তিপূর্ণ ভোট হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দল যে আস্থা নিয়ে আমাকে মনোনায়ন দিয়েছে বিজয়ী হয়ে তার মর্যাদা আমি রক্ষা করেছি। সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা হবে।

এদিকে প্রতিদ্বন্দী জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, বিগত দিনে আওয়ামীলীগ সরকার যেভাবে নির্বাচন করেছে এবারেও সেইভাবে শান্তিপূর্ণ হয়েছে। তবে বিজয়ী প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ব্যাক্তিগতভাবে একজন ভাল মানুষ তাই আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি’র প্রার্থী মো. মতিয়ার রহমান খান বলেন, কয়েকটি কেন্দ্রে আমার কোন এজেন্ট দিতে দেয়া হয়নি। এ সরকারের আমলে সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না।

উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে গত ১৫ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২০শে অক্টোবর এ উপ-নির্বাচনের ভোট নেওয়ার তফসিল ঘোষনা করে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান খান ধানের শীষ এবং জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন